amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান মুসলিম লীগের সর্বোচ্চ নেতা নওয়াজ ফিরছেন ২১ অক্টোবর

মুক্তকণ্ঠ ডেস্ক:
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

পাকিস্তানের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)- এর সর্বোচ্চ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগামী ২১ অক্টোবর পাকিস্তানে ফিরছেন।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) নওয়াজ শরিফের ছোট ভাই দলের আরেক নেতা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচনে দলের রাজনৈতিক প্রচারে নেতৃত্ব দেয়ার জন্য আগামী ২১ অক্টোবর লন্ডন থেকে পাকিস্তানে ফিরে আসবেন পিএমএল-এনের প্রধান নওয়াজ শরিফ। শাহবাজ বলেন, পুরো দেশ নওয়াজ শরিফের প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, চার বছর পর নওয়াজ শরিফের দেশে ফেরা উপলক্ষ্যে তাকে বিশাল আয়োজনের মাধ্যমে স্বাগত জানানোর পরিকল্পনা করছে রাজনৈতিক দল পিএমএল-এন।

২০১৮ সালে পাকিস্তানের বহুল আলোচিত আল-আজিজিয়া মিলস ও অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে দোষী সাব্যস্ত করে দেশটির আদালত। এই মামলায় লাহোরের কোট লাখপাত কারাগারে সাত বছরের কারাদণ্ড ভোগ করছিলেন তিনি। কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য ২০১৯ সালের ১৯ নভেম্বর লন্ডনে যান নওয়াজ শরিফ। আদালতের জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও লন্ডনে থেকে যান তিনি।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে পিটিআই প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পর দেশটির ক্ষমতায় আসে পিএমএল-এন নেতৃত্বাধীন জোট। পিএমএল-এন ক্ষমতায় ফেরার পরপরই শরিফ পরিবারের সদস্যদের অন্যান্য মামলা থেকেও খালাস দেয়া হয়। এরপর থেকেই শোনা গিয়েছিল নওয়াজ শরিফ পাকিস্তানে ফিরছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।