amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের র‍্যাগিং বিরোধী ক্যাম্পেইন

ক্যাম্পাস প্রতিনিধি
মার্চ ১, ২০২৩ ১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) র‍্যাগিং ও যৌন হয়রানি বিরোধী ক্যাম্পেইন ও পদযাত্রার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ক্যাম্পাসকে র‍্যাগিং এবং যৌন হয়রানি মুক্ত রাখার অঙ্গীকারে প্রশাসনিক ভবনের সামনে থেকে পদযাত্রা বের করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

পদযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে পাবিপ্রবিতে আমরা আজকে সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য র‍্যাগিং এবং যৌন নিপীড়ন বিরোধী ক্যাম্পেইন করেছি। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিং দেওয়ার প্রচলন অনেক আগের। একই সাথে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের যৌন নিপীড়নের শিকার হতে দেখি। এই ধরনের প্রথাগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিলুপ্ত হওয়া প্রয়োজন। সেজন্যই বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের নির্দেশে আজকের এই ক্যাম্পেইন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ্ উদ্দিন, প্রক্টর ড. মো. কামাল হোসেন, সহকারী প্রক্টর ড. মাসুদ রানাসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।