amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১২ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু ১৯ মার্চ

ক্যাম্পাস প্রতিনিধি
মার্চ ১২, ২০২৩ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৯ মার্চ।

রোববার(১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

দপ্তর সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল আগামী ১৯ ও ২০ মার্চ অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৩,১৪ ও ১৫ মার্চ। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে রয়েছে চাকতি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, দৌড়, ট্রিপল জাম্প, উচ্চ লাফ, দীর্ঘ লাফস,হার্ডেলস্ সহ দেশীয় খেলার ইভেন্ট।

সূত্র আরো জানায়, চূড়ান্ত পর্বে একজন আগ্রহী খেলোয়াড় যে কোন তিনটি খেলায় অংশগ্রহণ করতে পারবে (রিলে দৌড় ব্যতীত)। তবে বাছাই পর্বে সকল ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। ফাইনালে শুধুমাত্র তিনটি খেলায় অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও খেলা সম্পর্কিত যে কোন প্রয়োজনে শারীরিক শিক্ষা দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।