amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবিতে ১৬৪ আসন ফাঁকা, ভর্তিতে গণবিজ্ঞপ্তি প্রকাশ!

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
জানুয়ারি ১৪, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ১৬৪টি ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।

শনিবার(১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ভর্তি কমিটির সদস্য সচিব মো. ফজলে রাব্বি খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ১৭ জানুয়ারি প্রকাশিত হবে। এছাড়াও নির্বাচিতদের আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।

প্রসঙ্গত, ইতোপূর্বে পর পর সাত ধাপে মেধাতালিকা প্রকাশ করে ভর্তি নেওয়ার পরও ১৬৪ আসন শূন্য থাকায় নতুন করে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।