amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক কলহের জেরে স্বামীর লিঙ্গ কর্তন, স্ত্রী আটক

রাসেল সরকার
জানুয়ারি ২২, ২০২৩ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তুরাগ থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর লিঙ্গ কর্তন করেছেন স্ত্রী। ভুক্তভোগী স্বামীর নাম মো. মাসুদ মিয়া (৩০)। স্বামী-স্ত্রী দুজনেই পেশায় পোশাক শ্রমিক।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে তুরাগের বাওনিয়া বটতলায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন।

আহত ব্যক্তির মামা আনোয়ার হোসেন জানান, মাসুদ মিয়ার স্ত্রী কলি আক্তার পারিবারিক কলহের জেরে ক্ষিপ্ত হয়ে স্বামীর লিঙ্গ কর্তন করেন। খবর পেয়ে আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে হাসপাতালের আনা হয়েছে।

এ ঘটনায় মাসুদের স্ত্রী কলি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তুরাগ থানা পুলিশ।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, তুরাগ এলাকায় স্বামীর লিঙ্গ কর্তনের খবর জানা গেছে। স্ত্রীকে তুরাগ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত মাসুদ জরুরি বিভাগে চিকিৎসাধীন।

মাসুদ ও কলি দুজনেই তুরাগের বাওনিয়া বটতলা এলাকায় থাকতেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।