amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের অবহিত করণ সভা

নিজস্ব প্রতিবেদক :
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর চারঘাটের থানাপাড়া সোয়ালোজে পারিবারিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় থানাপাড়া সোয়ালোজের সম্মেলন কক্ষে সোয়ালোজের নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, চারঘাট মডেল থানার প্রতিনিধি এস আই মাহবুব ও উপজেলা ইমাম সমিতির সভাপতি নাজিমুদ্দিন।
এ ছাড়া শিক্ষক, সাংবাদিক ও ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।

অবহিত করণ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনী। সভায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে অবহিত করণ এবং পরামর্শ দেন উপস্থিত সদস্য গন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।