গত ৮ই জুন, ২০২৩ ‘কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ (সিসিএ)’ কর্তৃক আয়োজিত হয় ‘পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার (পিকেআই) কনটেস্ট’। অনলাইন বেসড এই কন্টেস্টের সময়সীমা ছিলো চার ঘন্টা । দেশের বিভিন্ন শীর্ষস্থানের বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণে সাবলীলভাবে কনটেস্ট সম্পন্ন হয়। অংশগ্রহণকৃত প্রতিটি দল তিনজন নিয়ে গঠন করা হয়।
দেশ সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘ন্যাশন্যাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ’ – এর “নিটার নিয়োফাইটস” কৃতিত্বের সাথে সপ্তম স্থান অর্জন করে। শিবলী সাদিক, খন্দকার আসিফ মাহমুদ এবং মোজাম্মেল হোসাইন তানভীর – তিনজনের এই দলটির টোটাল ছিলো ৬৯৮, যা প্রশংসার দাবিদার।
উল্লেখ্য, তারা নিটারের সিএসই ডিপার্টমেন্টের গর্বিত শিক্ষার্থী। নিটারের সিএসই ডিপার্টমেন্টের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ‘নিটার নিয়োফাইটস’ কে শুভকামনা জানিয়ে পোস্ট করা হয়। নিটার কর্তৃপক্ষ তাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং পরবর্তীতে এভাবেই সফলতার সাথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেছে।
উল্লেখ্য ৭৪৪ পয়েন্ট নিয়ে টিম অতল্ল, ৭৩৮ পয়েন্ট নিয়ে বিডি সাইবারসেফ এবং ৭৩৬ পয়েন্ট নিয়ে টিম ক্রাস্টি ক্রাফট যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করে।
ক্যাম্পাস প্রতিনিধি
মো. রুবায়েত রশীদ
ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ