পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” অর্জন করেছে ফটিকছড়ির যুবক নায়েক মোঃ রাসেল।
সম্প্রতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাহারুল আলম বিপিএম থেকে ক্যাটাগরি-এ “পুলিশ ফোর্স এক্সামপ্লারি গুড সার্ভিস ব্যাচ-২০২৪” পায় রাসেল।
রাসেল ফটিকছড়ি বাগানবাজারের চিকনছড়া এলাকার মহরম আব্বাস আলীর ছেলে তার মায়ের নাম আমেনা বেগম। সে পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল, বেতবুনিয়া, রাঙামাটিতে কর্মরত আছে।
এ ব্যাপারে রাসেল বলেন- এই অর্জন শুধু আমার একার নয়। এই পথচলায় যিনি সর্বদা দিকনির্দেশনা, সাহস ও উৎসাহ যুগিয়েছেন, তিনি হলেন আমার ইউনিটের কমান্ড্যান্ট স্যার,
ড. এমএ সোবহান পিপিএম, (এডিশনাল ডিআইজি)। উনার প্রেরণা, নেতৃত্ব ও পিতা-সুলভ দিকনির্দেশনা ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
আমার এই পদকটি আমি উৎসর্গ করছি আমার ইউনিটকে, সহকর্মীদেরকে এবং সর্বোপরি বাংলাদেশ পুলিশ বাহিনীকে, যাঁরা প্রতিনিয়ত দেশের জন্য নিবেদিত প্রাণ। বাংলাদেশ পুলিশ নিরলস সেবা, নির্ভীক প্রতিজ্ঞা।