amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

প্রজেক্টের গাড়ী নিয়ে বিয়ে খেতে গেলেন জবির প্রকল্প পরিচালক

জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

ব্যক্তিগত কাজে প্রজেক্টের গাড়ী ব্যবহার করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং ডিরেক্টর জনাব সৈয়দ আলী আহমেদ। পরিবহন পুলের অজ্ঞাতসারে এবং অনুমতি ব্যতিরেকে ২১ সেপ্টেম্বর (শনিবার) বিয়ে বাড়িতে দাওয়াত খেতে  বিশ্ববিদ্যালয়ের গাড়ী ব্যবহারের করেছে বলে খবর পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার কাছে এ বিষয়ে জানার পর তাৎক্ষনাত মুঠোফোনে যোগাযোগ করলে জনাব আলী আহমেদ এক নাটকীয়তার পরিচয় দেন। মুঠোফোনে জনাব আলী আহমেদকে সাংবাদিক পরিচয় দেওয়ার পর কথা বলতে চাইলে তিনি নিশ্চিত করেন যে তিনি বিয়ের অনুষ্ঠানে আছেন। তখন স্বাভাবিক কথা বার্তা হলেও, বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টের গাড়ী নিয়ে বিয়েতে যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কথা শুনতে পাচ্ছেন না বলে জানান এবং পরদিন সকালে ক্যাম্পাসে দেখা করে কথা বলার আহ্বান জানান।

জানা যায়, আলী আহমেদ বিশ্ববিদ্যালয়ের প্রজেক্টের গাড়ী পূর্বেও বিভিন্ন সময়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন এবং এ নিয়ে পরিবহন প্রশাসকের সাথে নানা বাকবিতণ্ডার ঘটনাও ঘটে। সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম ব্যক্তিগত কাজে এসব কাজ নিষিদ্ধ করলেও তাঁর পদত্যাগের পর তিনি পুনরায় একই কাজ শুরু করেন। গাড়ি নিয়ে বিয়ে খেতে যাওয়া ছাড়াও বিভিন্ন সময়ে নানান ব্যক্তিগত কাজে প্রজেক্টের গাড়ী ব্যবহারের প্রমাণও রয়েছে তার বিরুদ্ধে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।