মার্চে শুরু হচ্ছে নারী আইপিএল এর উদ্বোধনী আসর। এর আগে সব তোড়জোড় শুরু করেছে বিসিসিআই। ম্যাচপ্রতি প্রায় সাড়ে সাত কোটি রুপিতে মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে।
২৫ তারিখ প্রকাশ করা হবে পাঁচটি দলের নাম। এর এক সপ্তাহ পর হবে নিলাম। নিলাম সামনে রেখে বিশ্বের নামীদামী প্লেয়াররা নিজেদের রেজিস্ট্রেশন করেছে। দলগুলোর চাহিদা ও প্লেয়ারদের মেরিট বিবেচনায় বিসিবি উইমেন্স উইং ৮জনের চূড়ান্ত তালিকা ভারতে পাঠিয়েছে আজ।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতাতে থাকা ব্যাটিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার, ইতোমধ্যে জাতীয় দলের অভিষেক হওয়া অ-১৯ দলের পেস অলরাউন্ডার মারুফা আক্তার, জাতীয় দলের ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, অলরাউন্ডার রুমানা আহমেদ ও সালমা খাতুন, পেসার জাহানারা আলম, স্পিনার নাহিদা আক্তার ও মিডিয়াম পেস অলরাউন্ডার রিতু মনির নাম পাঠিয়েছে বিসিবি। অন্তত তিনজন দল পাবেন বলে আশা করা যাচ্ছে।
এর আগে ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ নামের তিন দলের আসরে জাহানারা, সালমা ও সুপ্তা খেলেছিলেন। ঐ টুর্নামেন্টকে বাতিল করে এবার থেকে যাত্রা শুরু হচ্ছে নারী আইপিএল।