amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রেমিক-প্রেমিকার এক রশিতে আত্মহনন

স্টাফ রিপোর্টার:
সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে একসঙ্গে গলায় ফাঁস দিয়েছে প্রেমিক-প্রেমিকা। পরে তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালের পাঠানো হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ির মুড়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মৃত তরুণের নাম তবেন জয় ত্রিপুরা। তিনি মুরাপাড়ার বাসিন্দা নবকেশ ত্রিপুরার ছেলে। তবেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব চন্দ্র কর বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের প্রেমের সর্ম্পক ছিল। বিষয়টি জানাজানি হলে কোনো পরিবারই তাদের এ সম্পর্ক মেনে নিতে সম্মত হয়নি। রোববার সকালের দিকে বিদ্যালয়ের পাশের জঙ্গলে আম গাছের সঙ্গে প্রেমিকার ওড়নায় গলায় ফাঁস দেয় ওই যুগল। এসময় প্রেমিক মারা গেলেও ওড়না ছিঁড়ে মাটিতে পড়ে যায় প্রেমিকা। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত প্রেমিকের মরদেহ উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।