amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৮ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে পুলিশের দূরদর্শিতায় রক্ষা পেল জনতার জানমাল

চট্টগ্রাম প্রতিনিধি
জুলাই ৮, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

এবার ফটিকছড়িতে পুলিশের কৌশলী দূরদর্শিতায় রক্ষা পেয়েছে পেট্টোল পাম্প, দালান ও আশপাশের এলাকাসহ সাধারণ জনতার জানমাল। গত ৪জুলাই রাত ৮টার দিকে ফটিকছড়ি সদরে সেবা ক্লিনিক নামক একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে ডেলিভারি রোগী ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা ক্লিনিকটিতে ব্যপক ভাংচুর চালায়।
পুলিশের দেয়া তথ্যমতে, ঘটনার পরপর উত্তেজিত জনতা মেডিক্যাল এ ভাংচুর চালায়। পুলিশ স্বাভাবিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মেডিক্যাল থেকে রোগীর স্বজন, সাংবাদিক ও প্রশাসনের লোক ছাড়া উত্তেজিত জনতাকে বাইরে অবস্থানের জন্য বলে। পরে বাহির থেকে উত্তেজিত জনতা সেবা ক্লিনিকে ইটপাটকেল ছুঁড়ে গ্লাস সহ একাধিক সরঞ্জামাদি ভেঙে পেলে। ক্লিনিকের পাশে থাকা পেট্টোল পাম্প, দোকানপাট, বিল্ডিং রক্ষার জন্য পুলিশ ঝুঁকি নিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। তবে, উত্তেজিত জনতার ছুঁড়া ইটপাটকেলে থানার অফিসার ইনচার্জ সহ ১০জন পুলিশ সদস্য আহত হন। এছাড়াও উত্তেজিত জনতা সাংবাদিকদের উপর চড়াও হন।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন- খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা চালায় পুলিশ। ধীরে ধীরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল পুলিশ ঝুঁকি নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সাধারণ জনতার জানমাল রক্ষা করে। এসময় উত্তেজিত জনতা ইটপাটকেলে আমি সহ ১০জন পুলিশ সদস্য আহত হয়েছেন। যেহেতু ক্লিনিকটির পাশেই পেট্টোল পাম্প, দোকান পাট, দালান ছিল এজন্য আমরা চিন্তায় ছিলাম সেখানে কোন বড় কোন হামলা হচ্ছে কিনা। কিছু সময় পর ঝুঁকি নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। 
এদিন এ ঘটনার সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির রাহমান সানি, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) সুদীপ্ত সরকার ও হাটহাজারী সার্কেল মোহাম্মদ সোয়েব আহমদ খান উপস্থিত হন।
এ ঘটনার পর সচেতন মহলের মুখে পুলিশের ব্যাপারে ইতিবাচক প্রশংসা শোনা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।