ফটিকছড়িতে হালদা নদী, ধুরুং খালসহ বিভিন্ন নদনদীর পানি কমতে শুরু করেছে। তবে, পানি কমলেও জেলার বন্যা কবলিত এলাকাগুলো দূর্ভোগে দিন কাটাচ্ছে। সরকারীভাবে আশ্রয়কেন্দ্র চালু করা হলেও অধিকাংশ মানুষ পানিবন্দি অবস্থায় নিজ বাড়ীতেই অবস্থান করছেন। পানিবন্দি মানুষের মধ্যে সরকারের পাশাপাশি হাইদ চকিয়া দরবার শরীফ ত্রাণ বিতরণ করছে।
শনিবার বন্যার্ত শত শত পরিবারকে হাইদ চকিয়া দরবার শরীফের প্রাণপুরুষ পীরে তরিকত আরিফে কামেল শাহ সূফী হাফেজ দৌলত খান (র:)’র একমাত্র শাহাজাদা আলহাজ্ব মোহাম্মদ জাফর উল্লাহ্ খান দুলালের এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- শাহজাদা রাহাত খান, মাওলানা ওসমান গণী, মাওলানা রিদোয়ান হোসেন, সাংবাদিক মো: জিপন উদ্দিন, নাজমুল তারেক, এনামুল হক চৌধুরী মো: সাকিব প্রমুখ।
পস্থিত নেতৃবৃন্দ সুয়াবিল ও পাইন্দং এব র্লভগ্রামে গিয়ে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ তুলে দেন।