ফটিকছড়িতে স্বরণকালের ভয়াবহ বন্যায় লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করছ। তারই ধারাবাহিকতায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ফটিকছড়ি শাখার কর্মকর্তা ও কর্মচারীদের নিজস্ব উদ্যোগে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
২৫ আগস্ট (রবিবার) দুপুরে উপজেলার বন্যা কবলিত এলাকা হারুয়ালছড়ি এবং সুন্দরপুর ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আবু সালেহ, সহকারী ব্যবস্থাপক, শাহরিয়া জাহেদ, আমিমুল এহসান চৌধুরী, শহিদ উল্লাহ, আলী মুসকুর, নাজিম উদ্দীন, মমতাজ উদ্দিন, নজরুল ইসলাম ও ওয়াহিদ উদ্দিন, রশিদুল ইসলাম রানা’সহ সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।