amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২২ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপন নির্মাণের অভিযোগ!

মুক্তকণ্ঠ রিপোর্ট:
নভেম্বর ২২, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় ৮নং ওয়ার্ডের শামশুল আলম প্রকাশ লুসাইয়া ও তার ছেলে আজগরসহ ৪ জনের বিরুদ্ধে সরকারি খাস জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মান ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারি কমিশনার (ভূমি) বরাবরে স্থানীয় বাসিন্দা নুরুল আলম অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বালু উত্তোলন বন্ধে লিখিত অভিযোগ করেছেন। অপরদিকে, লিখিত অভিযোগ করার অভিযোগকারীকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকী দিচ্ছে অভিযুক্ত ও তার সাঙ্গ-পাঙ্গরা। লিখিত অভিযোগে জানা যার, ফটিকছড়ি পৌরসভা ৮নং ওয়ার্ডের গোয়াস ফকির বাড়ী সংলগ্ন ধুরুং খালের পূর্বপাড়ে শামশুল আলম প্রকাশ লুসাইয়া তার ছেলে আজগর পরিবারের লোকজনকে নিয়ে বালু উত্তোলনসহ একাধিক অবৈধ স্থাপনা নির্মান করেছে।

সেখানে রাত-দিন ইয়াবা, মদ, গাজার ব্যবসা চলে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইতিপূর্বে উক্ত এলাকা থেকে ফটিকছড়ি থানা পুলিশ লুসাইয়ার পুত্র মাদক ব্যবসায়ী আজগর আলীকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আজগর এর সাথে কথা বলতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান আজগর বাড়িতে তেমন দেখা যায়না। সে কখন আসে কখন যায় কেউ জানেনা।

উল্লেখ্য, অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৯/০৮/২০১৯ প্রথম লিখিত অভিযোগের পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর সর্বশেষ চলতি বছরের অক্টোবরের ২ তারিখ ও ২১ তারিখ এসি ল্যান্ডকে এবং ৭ নভেম্বর ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন নুরুল আলম সওদাগর।

জানতে চাইলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বিষয়টি দেখবেন বলে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।