amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে ৩ সন্তানের জননী প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ জিপন
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি পৌর সদরে ৩ কন্যা সন্তান এবং দুবাই প্রবাসীর স্ত্রী সাবরিনা আক্তার (৩০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

১১ সেপ্টেম্বর (সোমবার) সকাল সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ পালপাড়া এবং ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে জাহাঙ্গীর ম্যানশনের ২য় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত সাবরিনা আক্তার (৩০) ঢালকাটা গ্রামের মাওলানা রফিক সাহেবের বাডির মঞ্জুরুল ইসলামের স্ত্রী। তাদের তিন কন্যা সন্তান রয়েছে। বড় মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী।

এ ব্যাপারে নিহত সাবরিনার বাবা মো.শাহজাহান বলেন- আমার মেয়ের সাথে ঘটনার আগের রাত ১২টায় ফোনে কথা হয়েছে। তার মোবাইলে মিনিট দিতে বলেছিল আমি রিচার্জ পাঠিয়েছিলাম। এরপর আমার মেয়ে এবং নাতনীদের সাথেও কথাও হয়েছে। পরে সকালে নাতনীদের পড়াতে হুজুর এসেছিল হুজুরের কাছে ২০-৩০মিনিট পড়ার পর তার মাকে খুঁজতেছিল চা দেয়ার জন্য। পরে দেখতে পায় যে তার মা ফ্যানের সাথে ফাঁস দেয়া অবস্থায় ঝুলে আছে। এরপর আমার নাতনী আমাদের বিষয়টি ফোন করে জানায়। আমার মেয়ে এবং ৩নাতনী নিয়ে তারা এ বাসায় ৩বছর ধরে ভাড়ায় থাকে। মেয়ের জামাই দুবাই প্রবাসী। এ ব্যাপারে তিনি কারো উপর কোন অভিযোগ তুলেননি।

ঘটনার ব্যাপারে প্বার্শবর্তী বাসায় বসবাস করা সুলতান টিপু বলেন- সকালে মহিলাটির মেয়ে এসে আমাদের বিষয়টি জানায়। পরে তাদের আত্মীয় স্বজনরা আসেন। তারা এখানে বসবাস করার সময় আমরা কেউ মহিলাকে তেমন দেখিনি। তারা সাথে এখানে কারো সাথে তেমন মেলামেশা ছিলোনা। বাসায় শুধু ওই মহিলার মেয়েরা আর উনি থাকতেন।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুরুল হুদা বলেন- খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।