amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন নাজিমুদ্দিন মুহুরী

নিজস্ব প্রতিবেদক
মে ৯, ২০২৪ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

৬ষ্ট দিনের মতো জনসংযোগ আর পথ সভায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন মুহুরী।

বুধবার (৮ মে) উপজেলার সুয়াবিল ইউপির গুরুত্বপূর্ণ বাজার সহ বিভিন্ন ইউনিয়নে পথ সভায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

এসব পথ সভায় নাজিমুদ্দিন মুহুরী আগামী ২১ মে ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে মোটরসাইকেল প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, আগামী ২১ মে আমার দায়িত্ব আপনারা নেবেন। নির্বাচনের পরে বাকি ৫বছর আমি আপনাদের দায়িত্ব নেব।

এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।