বন্যায় আক্রান্ত চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি পরিবার।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রান তহবিলে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির পক্ষ হতে ৪০ হাজার টাকার নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরীর এই অর্থ গ্রহণ করেন।
বিতরণকালে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক ও ত্রান বিতরণ কমিটির প্রধান সমন্বয়ক আনিছুর রহমান, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য ও ত্রান বিতরণ কমিটির সদস্য সচিব মংচাই মারমা এবং উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য বাবলু বিশ্বাস অমিত উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।