amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের অফিস উদ্বোধন

চট্টগ্রাম অফিস:
ডিসেম্বর ১০, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের উদ্যোগে সোমবার (৯ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং আব্দুল্লাহপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের দন্ডায়মান বৌদ্ধ মুর্তি নির্মাণের জন্য ১লাখ টাকার চেক প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি বাবু অঞ্জন কুমার বড়ুয়ার  সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক ছিলেন- প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দন। সেফু বড়ুয়ার পরিচালনায় এসময় বক্তব্য রাখেন- ভদন্ত বিজয়ানন্দ থের, রিটন বড়ুয়া, শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া, নান্টু বড়ুয়া, পবিত্র বড়ুয়া, পুন্যমাষী চাকমা, অশীম চাকমা, প্রকৌশলী তাপস বড়ুয়া, সুমিত বড়ুয়া, শিক্ষক দুলাল বড়ুয়া, লায়ন প্রশান্ত বড়ুয়া, আশীস কান্তি বড়ুয়া, শ্যামল বড়ুয়া প্রমুখ।

এসময় বক্তারা বলেন- ফটিকছড়িতে উন্নয়ন মূলক কাজ করে এ এলাকাকে আলোকিত করাই বৌদ্ধ সমাজের কাজ। আমরা স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে সংগঠনটি। সাম্য, মৈত্রী, সৌহার্দপূর্ন সহাবস্থান এবং আলোকিত প্রজন্ম গড়ে তুলাই আমাদের মূল কাজ।

অনুষ্ঠানের পূর্বে উপজেলা সদরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।