amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ জুন ২০২২

ফটিকছড়িতে লোকনাথ ব্রক্ষচারীর ১৩২তম তিরোধাম উৎসব পালিত

Muhammad Jipon
জুন ৭, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ‍্যাপীঠ এর উদ্যোগে লোকনাথ ব্রক্ষচারী ১৩২ তম তিরোধাম পালিত হয়ে আজ।

ফটিকছড়িতে মহান কালজয়ী সাধক মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩২তম তিরোধাম দিবস উপলক্ষে সূর্যগিরি আশ্রম পরিচালনাধীন পন্ডিত নিরোদ লীলা গীতা পীঠে আজ র্ধমীয় আলোচনায় সাংস্কৃতিক অনুষ্ঠান,শিক্ষা সামগ্রী বিতরণ,ক্রেস প্রদান,পুষ্পস্তবক অর্পণসহ দিন ব‍্যাপী পবিত্র গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ফেডারেল ইউনিয়নের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মহসীন কাজী।

ডাঃ বরুণ কুমার আর্চায‍্যর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৈনিক আজাদীর পত্রিকার ফটিকছড়ির প্রতিনিধি মুহাম্মদ এস.এম.আকাশ, বিজয় টিভির ফটিকছড়ির প্রতিনিধি মুহাম্মদ সেলিম, সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি পন্ডিত তরুণ কুমার আচার্য‍্য (কৃষ্ণ), সাধারণ সম্পাদক রুবেল শীল,পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষিকা ও পন্ডিত নিরোদ লীলা গীতা পীঠের অধ্যাপিকা অর্চ্চনা রাণী আর্চায‍্য।

আরো উপস্থিত ছিলেন,গীতা বিদ‍্যাপীঠের সহকারী শিক্ষিকা শ্রীমতি সংগীতা শীল,এবং প্রচার সম্পাদক মহীয়ান ত্রিপুরা সুজন ( এম.টি.সুজন), রুপনা আর্চায‍্য এবং গীতা পীঠের শিক্ষার্থী নবান্ন ভট্টাচার্য্য পিউ,কৃপাঞ্জন আর্চায‍্য বন্ধন,স্পন্দন আর্চায‍্য,পুনম শীল,নিরব শীল, সেতু আর্চায‍‍্য,তূর্জয় আর্চায‍্য,অর্পিতা আর্চায‍্য মোহনা,অঞ্জলি দাশ,ও পূজা দাশ সহ আরও অনেকেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।