amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৪ জুন ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার

মোহাম্মদ ইরফানুল ইসলাম
জুন ১৪, ২০২২ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রাম ফটিকছড়িতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ জহুরুল হক হল রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা অফিসার রাজিব আচার্যের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওয়াহীদুল আলম।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা, দাঁতমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম, নারায়ণহাট ইউপি চেয়ারম্যান আবু জাফর মাহমুদ, কাঞ্চন নগর ইউপি চেয়ারম্যান মোঃ দিদার, বাগানবাজার ইউপি চেয়ারম্যান সাহাদাত হোসেন সাজু, গৌতম সেন, তানভীর, মাষ্টার নাসির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন রকম ভাতা প্রদান করা হচ্ছে। এবং সহজেই উপকারভোগীদের কাছে তা পাঠিয়ে দেয়া হচ্ছে। সবার কাছে এ ভাতা প্রদান ভবিষ্যতে আরো সহজিকরণ করা হবে। এছাড়াও ভাতার পরিমাণ এখন আগের চেয়ে দিগুণ। এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।