বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ইজিবাইক হারানো সেই হায়দার আলীকে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে একটি নতুন ইজিবাইক হস্তান্তর করা হয়। ইজিবাইক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বগুড়া সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়। এ সময় তিনি জনাব মোঃ নুরুল মোস্তফা, চেয়ারম্যান ব্র্যান্ড গ্রুপ এর সৌজন্যে হায়দার আলীকে একটি নতুন ইজিবাইক হস্তান্তর করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই ২০২৩ (বৃহস্পতিবার) শহরের পৌর পার্ক এলাকা থেকে সদর উপজেলার বেলাইলের বাসিন্দা মৃত জুড়ান আলী আকন্দের ছেলে হায়দার আলীর উপার্জনের একমাত্র উৎস ইজিবাইক চুরি হয়ে যায়৷ এই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হায়দারের মানবিক আবেদন জেলা পুলিশের নজরে আসে। তাৎক্ষণিক ১৫ জুলাই ২০২৩ (শনিবার) পুলিশ সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশে জেলা পুলিশের পক্ষ থেকে হায়দারকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী সহযোগিতা দেয়া হয়।