amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৫ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি:
সেপ্টেম্বর ৫, ২০২৩ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া সদরে সাকিলা খাতুন (২৩) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার জহুরুল নগর এলাকার একটি মেসের রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আয়ভাঙ্গী এলাকার ছফিরুল ইসলামের মেয়ে সাকিলা খাতুন (২৩) এবং বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বাংলা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিল।
জানা গেছে, রাত ৮ থেকে ৯ টার মধ্যে কোন এক সময়ে সাকিলা তার রুমের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এরপর মেসের বাকীরা ডাকাডাকি করলে তার কেন সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে সাকিলা ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক শিবলী জামান জানান, এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। সাকিলার মরদেহটি মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।