বগুড়ায় খাদ্যবান্ধবের তিনশ বস্তা চালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে গাবতলী উপজেলার বাগবাড়ি কদমতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷ গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার হেলেঞ্চা পাড়ার ট্রাক চালক রোহান হাসান, একই উপজেলার চান্দাই গ্রামের ট্রাকের হেলপার নিরব ইসলাম ও গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের ইউনুস আকন্দ।
পুলিশ কর্মকর্তা জানান, গাবতলী উপজেলার বালিয়াদীঘিতে গ্রেপ্তার ইউনুস আকন্দের বাড়ি থেকে ট্রাকে করে ৩০০ বস্তা খাদ্যবান্ধব চাল নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বাগবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। অভিযানে উপজেলার বাগবাড়ি কদমতলী এলাকা থেকে ট্রাকে ৩০০ বস্তা চালসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়। ট্রাকে খাদ্যবান্ধবের প্রতিটি ৩০ কেজি ওজনের ২৭৬টি এবং ৫০ কেজি ওজনের ২৪ বস্তা চাল ছিল।
তিনি আরও জানান, চালগুলো তারা কোথায় নিয়ে যাচ্ছিল তা এখনও জানা যায়নি। বৃহস্পতিবার বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার।