amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় চোরাই গরুসহ নামধারী কথিত এক সাংবাদিক গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে চোরাই গরু সহ মিনহাজ উদ্দিন মিঠু নামের নামধারী কথিত এক সাংবাদিক কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের আছাব আলীর ছেলে। পুলিশ জানায়, মিনহাজ উদ্দিন মিঠু একটি সাপ্তাহিক পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে দির্ঘদিন থেকে নানা অপকর্মে সাথে জড়িত। মিঠুকে গত সোমবার (২৫সেপ্টেম্বর) দিবাগত রাতে মাটিকোড়া গ্রামের আব্দুল লতিফের গোয়ালঘর থেকে একটি গাভী চুরি করে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার দিকে নিয়ে যাচ্ছিল। রাত ৩টার দিকে টহল পুলিশের একটি দল ধুনট বাইপাস সড়কের পুর্বভরনশাহী এলাকা থেকে চোরাই গরু সহ মিনহাজ উদ্দিন মিঠুকে গ্রেফতার করে। এবিষয়ে গরুর মালিক আব্দুল লতিফ ধুনট থানায় একটি মামলা দায়ের করেছে। ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ  মনিরুল ইসলাম জানান, চোরাই গরু সহ হাতে নাতে আটক নামধারী কথিত সাংবাদিক মিঠু চুরির ঘটানার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নিয়মিত মামলায় তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।