amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ছাত্রলীগ নেতা সজল ঘোষ গ্রেফতার

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
সেপ্টেম্বর ১২, ২০২৩ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি( আইএইচটি) শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতা সজল ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজল ঘোষ শহরের রহমাননগর এলাকার মৃত সুমেন ঘোষের ছেলে। এছাড়াও তিনি বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত ইসলাম। এর আগে, সোমবার সন্ধ্যায় আইএইচটি’র অধ্যক্ষ আমায়াত-উল-হাসিনকে বাগেরহাট ম্যাটসের সিনিয়র লেকচারার হিসেবে বদলি করা হয়।

এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেরপুরের ছোনকা বাজার এলাকা থেকে সজল ঘোষকে গ্রেপ্তার করা হয়৷ তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।