amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় নিজের ঘরেই মিললো বৃদ্ধার গলা কাটা লাশ

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
আগস্ট ২৬, ২০২৩ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার সোনাতলায় জাহেরা বেওয়া (৮৫) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ আগস্ট) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

জাহেরা বেওয়া উপজেলার মধুপুর ইউনিয়নের গারমারা গ্রামের মৃত কাশেম শেখের স্ত্রী। এর আগে স্বজনদের কাছে খবর পেয়ে বৃদ্ধার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, জাহেরা তার ছেলে বউকে নিয়ে মধুপুরে স্বামীর বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে খাবার খেয়ে তিনি শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় হত্যাকাণ্ডটি সংগঠিত হয়।

ওসি আরও জানান, জাহেরার ছেলে হেলাল উদ্দিন টাঙ্গাইলে একটি প্রতিষ্ঠানে কর্মরত। শুক্রবার তিনি ছুটিতে বাড়ি এসে রাতেই কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। পথে খবর পেয়ে চলে আসেন। এ ঘটনায় জাহেরার পুত্রবধূকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যা সংশ্লিষ্ট সবগুলো দিক বিবেচনা করেই তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।