amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নারী আসামী আসমা গ্রেফতার

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জুন ১১, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার  র‌্যাব-১২ সিপিসির আভিযানিক দল অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (১১ই জুন) রাতে বগুড়া শহরের উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম মোছা. আসমা (২৮)। তিনি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার বিল হাসলা মরুপাড়া গ্রামের আলম ফকিরের স্ত্রী।

রবিবার (১১ই জুন) দুপুরে র‌্যাব-১২ বগুড়া সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি আরো জানান, তিনি ১৯৯৮ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। তিনি কৌশলে দেশে ও বিদেশে আত্মগোপন করে ছিল। তাকে গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।