amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেফতার ১

মিন্টু ইসলাম
মার্চ ৯, ২০২৩ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার র‌্যাবের ১২ অভিযানে তৃতীয় শ্রেণির এক স্কুল শিক্ষার্থীেেক ধর্ষণ মামলায় শামীম হোসেন (৩৫) নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-১৫ কক্সবাজারের একটি যৌথ আভিযানিক দল।

গ্রেফতারকৃত ব্যক্তি, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি পাড়ার আফজাল হোসেনের ছেলে শামীম হোসেন (৩৫) এবং পেশায় একজন কাঠমিস্ত্রি।র‌্যাব-১২, বগুড়ার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ই মার্চ ) কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত মাসের ২৭ ফেব্রুয়ারি বগুড়া সারিয়াকান্দিতে পারতিতপরল গ্রামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী যমুনা নদীতে গোসল করতে যায়। এসময় আসামি শামিম জোর করে ওই ছাত্রীকে নদীর পাশে একটি ভুট্টার জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। স্কুলছাত্রী বাড়িতে গিয়ে অসুস্থ হলে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গিয়ে তার অভিভাবকরা জানতে পারে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদি হয়ে ৫ মার্চ শামীম হোসেনকে অভিযুক্ত করে সারিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার সারিয়াকান্দি থানায় পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।