amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১০ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সজল ঘোষকে গ্রেফতার ও অধ্যক্ষের অপসারণ দাবিতে ফের সড়ক অবরোধে শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি:
সেপ্টেম্বর ১০, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের গ্রেফতার ও অধ্যক্ষের অপসারণ দাবিতে আবারও রাস্তায় বসেছে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিক্ষার্থীরা। রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে সাতমাথা-বনানী সড়ক অবরোধ করে রেখেছে। এতে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির স্বীকার হচ্ছে পথচারীরা। শিক্ষার্থীদের অভিযোগ, বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ বহিরাগত হয়েও দীর্ঘ একযুগ ধরে ছাত্রাবাসের ২১৮ নম্বর কক্ষ দখল করে রেখেছেন। সেখানে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে সজল পুরো ক্যাম্পাসে ভীতিকর পরিবেশ করে রেখেছে। এছাড়া শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্য, মাদক সেবন এবং পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা জোর করে নেন সজল।

এছাড়া তারা সজল ঘোষের দ্রুত গ্রেফতার, অধ্যক্ষের অপসারণ এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে দাবি জানান। আন্দোলনকারী শিক্ষার্থীরা মুশফিকুর রহমান বলেন, ‘গত ২৯ আগষ্ট থেকে শুরু হওয়া এই আন্দোলনের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিলো মামলা না দেওয়া অবদি সজল ঘোষকে গ্রেফতার করা সম্ভব না। এরপর কলেজের এক শিক্ষার্থী বগুড়া সদর থানায় গত ২ সেপ্টেম্বর মামলা দায়ের করলেও এখনও অভিযুক্ত সজল ঘোষকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই আন্দোলনের ১৩তম দিনে আবারো সড়ক অবরোধ করা হয়েছে। সজল ঘোষ গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে অবরোধের কারণে প্রায় আড়াই ঘন্টা যাবৎ ভোগান্তিতে পড়া এক পথচারী জানান, শিক্ষার্থীদের কারণে হাজার হাজার মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে। তাদের আন্দোলন বিক্ষোভ কলেজ ক্যাম্পাসের ভিতরে করতে পারবো। সাধারণ মানুষ তো তাদের কোন ক্ষতি করেনি। তারা সাধারণ মানুষের কষ্ট কেন বুঝতে পারছে না। আরেক পথচারী জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, তবে এভাবে সড়ক অবরোধ করে আন্দোলন করা সাধারণ মানুষপর জন্য ভোগান্তি। উল্লেখ্য যে, গত ২৯ আগস্ট বিকাল থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। দীর্ঘ এক যুগ ধরে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর ছাত্রাবাসে থাকেন ছাত্রলীগ নেতা সজল ঘোষ। ছাত্র না হয়েও সেখানে থেকে শিক্ষার্থীদের মারধর, হলে সিট বাণিজ্য, মাদক সেবন, মেয়ে নিয়ে ফুর্তি এবং পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা আদায়সহ নানা ধরণের অপকর্ম করে আসছিল সে। তবে অভিযোগের বিষয়ে সজল ঘোষের সাথে গত ২৯ আগস্ট থেকে যোগাযোগের চেষ্টা করে মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম বলেন শহরের গভঃ ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজির (আই.এইচ.টি) র শিক্ষার্থীরা অভিযুক্ত সজল ঘোষের বিরুদ্ধে মামলা করেছে। দ্রুত আসামিকে গ্রেফতারে পুলিশের ৩টি টিম কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।