বগুড়ার ধুনট উপজেলার খাদুলী দিগর দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা’র উদ্যোগে ১২ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন খাঁন সাঈদ এর ব্যক্তিগত অর্থায়নে ২৫ জন শিক্ষার্থীকে নতুন পোশাক প্রদান করা হয়। খাদুলী দিগর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের খতিব মাওলানা নুহুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব আনোয়ার হোসেন খাঁন সাঈদ। এসময় বক্তব্য রাখেন খাদুলী দিগর দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার মহতামিম হাফেজ মহিবুল্লাহ মেজবা, ইউপি সদস্য মোঃ সোহেল রানা তালুকদার, পীরহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক লিটন।
এসময় উপস্থিত ছিলেন সাগাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ খাঁন, সহকারী শিক্ষক আরিফুর রহমান চপল, ঝাপড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লিয়াকত আলী, মথুরাপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রাজিব ইসলাম মোহাব্বত প্রমুখ।