বগুড়ার ধুনটে পাকা গোয়াল ঘরের তালা কেটে গরু চুরি করে নিয়ে যাওয়া পথে গরু সহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত চোর বগুড়ার শাহজাহানপুর উপজেলার ফুলকোট এলাকার মৃত আব্দুল বাকি এর ছেলে ইসলাম (৪১) ও মৃত ওমর আলী মন্ডলের ছেলে সালাম মন্ডল (৪২)। মঙ্গলবার ১৭ অক্টোবর দিবাগত রাতের কোন এক সময় উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১৮ অক্টোবর সকালে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
গরুর মালিক নান্দিয়ার পাড়া গ্রামের মৃত জিয়াউর রহমান স্ত্রী সাবানা খাতুন জানান, ৫টি গরু বসতবাড়ীর সামনে পাকা গোয়াল ঘরে রেখে তালাবদ্ধ করে রাতে পরিবারের লোকজন নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। পরদিন বুধবার ১৮ অক্টোবর ভোরে ঘুম থেকে উঠে গরু বের করার জন্য গোয়াল ঘরের গিয়ে দেখি গোয়াল ঘরের দরজার হ্যাসবল কাঁটা ও ঘরের দরজা খোলা। তখন গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করে ৫টি গরুর মধ্যে ৪টি গরু দেখতে পায়। ১টি গরু চুরি হয়েছে বলে ডাক চিৎকার শুরু করলে পরিবারের লোকজন ও স্থানীয়রা মিলে চুরি যাওয়া ১টি গরু খোঁজা-খুঁজি শুরু করে। খোঁজা খুজির এক পর্যায়ে জানতে পারি ধুনট থানা পুলিশ ১টি গরু সহ দুইজন ব্যক্তিকে আটক করেছে। পরবর্তীতে আমার মামা শশুর সহ আমি ধুনট থানায় এসে চুরি যাওয়া গরুটি আমার দেখে শনাক্ত করি।
পুলিশ জানায়, ১৮ অক্টোবর ভোরে উপজেলার কালেরপাড়া ইউনিয়ের উত্তর কান্তনগর গ্রামের সাইফুল ইসলামের বসতবাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে গরুসহ দুইজন চোরকে আটক করা হয়েছে। পরে গরুর মালিক সাবানা খাতুন সহ তার মামা শশুর হযরত আলী বাদি হয়ে মামলা দায়ের করার পর চোর চক্রের দুই সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।