amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২০ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে নতুন কৌশলে অটোরিকশা চুরি

বগুড়া প্রতিনিধি:
জুলাই ২০, ২০২৩ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে মাছের অন্তরালে নতুন কৌশলে ঘটেছে অটোরিকসা চুরির ঘটনা। গত সোমবার দুপুরে ধুনট উপজেলা পরিষদের সামনে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার রহমান মন্ডলের ছেলে অটোরিকসা চালক রঞ্জু মন্ডল (২৬) ঘটনার দিন সোমবার সকাল ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে নিয়ে ধুনটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শালফা নামক স্থানে যাত্রীবেশি ওই ব্যক্তি অটো চালক রঞ্জু মন্ডলকে নেশাজাতীয় পানীয় পান করায়। যাত্রীটি ধুনটে তার দুই বন্ধুর সঙ্গে দেখা করবে বলে চালককে জানায়। দুপুর ২টার দিকে ধুনট উপজেলা পরিষদের সামনের গেইটে গাড়ি থামিয়ে রেখে পাশের একটি হোটেলে খাওয়া দাওয়া করে ওই যাত্রী। এরপর যাত্রিবেশি ওই ব্যক্তিটি অটোরিকসা চালককে সঙ্গে নিয়ে বাজারের ভিতর মাছ কিনতে যায়। সে একটি রুই মাছ কিনে চালকের হাতে দিয়ে কৌশলে তার রিকসা নিয়ে উধাও হয়। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফ্রুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।