বগুড়ার ধুনটে মাছের অন্তরালে নতুন কৌশলে ঘটেছে অটোরিকসা চুরির ঘটনা। গত সোমবার দুপুরে ধুনট উপজেলা পরিষদের সামনে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকার রহমান মন্ডলের ছেলে অটোরিকসা চালক রঞ্জু মন্ডল (২৬) ঘটনার দিন সোমবার সকাল ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে এক ব্যক্তিকে নিয়ে ধুনটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শালফা নামক স্থানে যাত্রীবেশি ওই ব্যক্তি অটো চালক রঞ্জু মন্ডলকে নেশাজাতীয় পানীয় পান করায়। যাত্রীটি ধুনটে তার দুই বন্ধুর সঙ্গে দেখা করবে বলে চালককে জানায়। দুপুর ২টার দিকে ধুনট উপজেলা পরিষদের সামনের গেইটে গাড়ি থামিয়ে রেখে পাশের একটি হোটেলে খাওয়া দাওয়া করে ওই যাত্রী। এরপর যাত্রিবেশি ওই ব্যক্তিটি অটোরিকসা চালককে সঙ্গে নিয়ে বাজারের ভিতর মাছ কিনতে যায়। সে একটি রুই মাছ কিনে চালকের হাতে দিয়ে কৌশলে তার রিকসা নিয়ে উধাও হয়। এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। সিসি ক্যামেরার ফ্রুটেজগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।