amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

‘ বগুড়ার ধুনটে বাম গণতান্ত্রিক জোটের পথসভা’

মিন্টু ইসলাম
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে বাম গণতান্ত্রিক জোট উপজেলা শাখার আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা ৪০ মিনিট থেকে ১টা ১০ মিনিট পর্যন্ত বাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল, জিরো পয়েন্ট ও সিএনজি স্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন, বগুড়া জেলার কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, বগুড়া জেলার বাম গণতান্ত্রিক সদস্য শহিদুল ইসলাম, ধুনট উপজেলা বাম গণতান্ত্রিক শাখার সভাপতি সাহা সন্তোষ, সাধারণ সম্পাদক ডাক্তার বিভূতিভূষণ শীলসহ দলের নেতা কর্মীরা।

গণতন্ত্র গণতান্ত্রিক প্রথা প্রতিষ্ঠান রক্ষা ও ভোটার অধিকার প্রতিষ্ঠান লক্ষ্যে অবিলম্বে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু সহ নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কার করো এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাও এমন বেশ কিছু বিষয়বস্তু কে সামনে রেখে বক্তারা তাদের বক্তব্যে উপস্থাপন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।