amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে মুজিব সিনেমা দেখলেন এমপি হাবিবুর রহমান

বগুড়া প্রতিনিধি:
অক্টোবর ১৩, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-৫ আসন শেরপুর ধুনটের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা সিনেমা হলে নেতাকর্মীদের সাথে বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে নির্মিত “মুজিব একটি জাতির রুপকার সিনেমা দেখেছেন। সিনেমাটি দেখে এমপি হাবিবুর রহমান বলেন আজ ১৩ অক্টোবর ২০২৩ সারাদেশে একযোগে মুক্তি পাওয়া ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ চলচ্চিত্র ” মুজিব একটি জাতির রূপকার ” সিনেমাটি বগুড়ার ধুনট উপজেলার সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে উপভোগ করলাম। তিনি আরও বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্মজীবনী এবং শত লড়াই সংগ্রামের অজানা অনেক তথ্যই ফুটে উঠেছে মুজিব সিনেমার সেখানে। দেশের ইতিহাস সংস্কৃতি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে তরুণ প্রজন্মের চলচ্চিত্রটি দেখা প্রয়োজন বলে আমি মনে করি। সুন্দর একটি সিনেমা উপহার প্রদানের জন্য বাংলাদেশ এবং ভারত এর যৌথ প্রচেষ্টাকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ উক্ত সিনেমায় কাজ করা সকল অভিনয় শিল্পী ও কলাকুশলীদের। এছাড়াও উক্ত সিনেমা হলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সভাপতি টি আই এম নুরুননবী তারেক, সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সানি। এসময় মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে সিনেমা দেখেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।