amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে ৩টি চোরাই গরুসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য আটক

বগুড়া জেলা প্রতিনিধি:
জুন ১৫, ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে তিনটি চোরাই গরু সহ আব্দুল খালেক নামের এক আন্তঃজেলা গরুচোরকে পুলিশ আটক করেছে। আব্দুল খালেক নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িরভিটা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, আবুল খালেক আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য। বুধবার রাতে আব্দুল খালেক ও তার সহযোগী নন্দিগ্রাম উপজেলার বীরপলি গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে তসলিম উদ্দিন ধুনট থানার রাঙ্গামাটি গ্রামের হযরত আলী জুয়েল নামের এক কৃষকের গোলায়ঘর থেকে তিনটি গুরু চুরি করে। চোরাই গরু গুলো নিয়ে পালিয়ে যাওয়ার পথে নান্দিয়ার পাড়া বাসষ্ট্যান্ড এলাকায় স্থানীয় জনগন তিনটি গরু সহ আব্দুল খালেককে আটক করে। এসময় তার সহযোগী তসলিম উদ্দিন পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ চোরাই গরু সহ আব্দুল খালেককে আটক করে । এবিষয়ে গরুর মালিক হযরত আলীর বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।