amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নন্দীগ্রামে গাঁজাসহ গ্রেফতার ১

Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে মিনি ট্রাকে বহনকালে ৮ কেজি ২শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ বগুড়া সিপিসি-৩ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১ জুন) বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রণবাঘা এলাকায় একটি দোকানের সামনে থেকে ট্রাকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদকব্যবসায়ী হলেন- কুড়িগ্রাম জেলা সদরের উত্তর কুমুরপুড় গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে মো. ছাবেদ আলী (৩৫)।

র‌্যাব-১২ বগুড়া সিপিসি ৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, অভিযানকালে ৮ কেজি ২শ গ্রাম গাঁজা, ১টি ট্রাক, ১টি মোবাইল ও ১টি সীমসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নন্দীগ্রাম থানায় সোর্পদ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।