amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শাজাহানপুরে ২টি গাঁজার গাছসহ গ্রেফতার ১

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
জানুয়ারি ১৪, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শাজাহানপুর থানার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ০২টি গাঁজার গাছসহ শফিউল আলম রাজু (৪৫) নামে এক গাঁজা চাষীকে গ্রেফতার করেছে শাজাহানপুর থানার পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, শাজাহানপুর থানার সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে একটি অভিযানিক দল  শুক্রবার (১৩ই জানুয়ারি) ২২.৫০ ঘটিকার সময় শাজাহানপুর থানার জামুন্না গ্রাম হতে ০৩ কেজি ওজনের ০২টি গাঁজার গাছসহ গাঁজা চাষীকে গ্রেফতার করা হয়।

গাঁজা চাষী হলেন,শাজাহানপুর উপজেলার বারঞ্জুল গ্রামের তোসলিম উদ্দিন এর ছেলে  জেলা-বগুড়াকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও  শাজাহানপুর থানায় মাদক আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।