বগুড়ার শিবগঞ্জে আই.এফ.আই.সি ব্যাংকের পিয়ন ফয়সাল ১০ দিন যাবৎ নিখোঁজ, থানায় জিডি। জানা যায়, শিবগঞ্জ পৌর এলাকার সুলতানপুর নয়াপাড়া গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে ও আই.এফ.আই.সি ব্যাংক কিচক উপ-শাখার পিয়ন ফয়সাল আহমেদ (২৮) গত ১২ জুন দূপূর থেকে নিখোঁজ হয়। ফয়সালের কোন সন্ধান না পেয়ে তার মা ফাতেমা খাতুন শিবগঞ্জ থানায় জিডি করেন।
এব্যাপারে নিখোঁজ ফয়সালের মা কান্না জনিত কন্ঠে বলেন, আমার ছেলে তার বউকে শ্বশুড় বাড়ীতে রাখতে গত ১২ জুন বগুড়া সদরের ছোট কুমড়া গ্রামে যায়। ওই দিনেই আমার ছেলে কিচক ব্যাংকে কাজ করার জন্য যায়। তার পর থেকে আমার ছেলে বাড়ি ফিরেনি।
এব্যাপারে আই.এফ.আই.সি ব্যাংক এর কিচক উপ-শাখার ইনচার্জ আব্দুল আওয়াল বলেন, ফয়সাল এই ব্যাংকে প্রায় দেড় বছর যাবৎ পিয়ন পদে কর্মরত আছেন। হঠাৎ গত ১২ জুন দুপুর ২টার পর থেকে ব্যাংক থেকে বের হয়ে সে আর ব্যাংকে ফিরে আসেনি।