বগুড়ার শেরপুরে শয়নকক্ষে ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে মো. নয়ন মিয়া (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
জানা যায়, সোমবার (২৩ অক্টোবর) রাতে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া ওই এলাকার মো. মজনু মিয়ার ছেলে। সে ঢাকায় নার্সিং ইন্সটিটিউটে পড়াশোনা করে বলে জানা গেছে।
এব্যাপারে বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, একটি অপমৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।