বগুড়ার শেরপুর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২৯ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে গমের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষক লীগের সভাপতি এমএ মালেক ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সামিদুল ইসলাম। শেষে উপজেলার বিভিন্ন এলাকার ৭০০ কৃষক কে বিনামূল্যে সার ও গমের বীজ প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।