amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে বিআরবি কেবলস শোরুমে দুর্ধর্ষ চুরি

বগুড়া প্রতিনিধি:
আগস্ট ২৪, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর শহরের ধুনট রোড মোড় এলাকায় বিআরবি কেবলস শোরুমে দুর্ধর্ষ চুরি হয়েছে। ২৩ আগস্ট বুধবার গভীররাতে এই চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা শোরুমের তালা ভেঙ্গে তারসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। শোরুমের ম্যানেজার মীর সাদিকুল হাসিব জানান, বুধবার রাত ৪টার দিকে হেড অফিস থেকে ফোন পেয়ে শোরুমে আসি। এসে দেখি শোরুমের প্রধান দরজা ও তালা কাটা। পরে সিসি ক্যামেরায় দেখতে পাই দুর্বৃত্তরা রাত ১টা থেকে ৪টার মধ্যে শোরুমে প্রবেশ করে মুল্যবান বিআরবি কেবলস তারের কয়েল ও অন্যান্য সামগ্রী নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য প্রায় ২০ লাখ টাকা।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, খবর পেয়ে ভোরেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের. করতে পুলিশ কাজ শুরু করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।