amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৯ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার সারিয়াকান্দিতে হত্যার অভিযোগে গ্রেফতার ১

বগুড়া প্রতিনিধি:
সেপ্টেম্বর ৯, ২০২৩ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্যে মোঃ রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সারিয়াকান্দি উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে দাড়িয়ে থাকা অবস্থায় রফিকুল নামের ওই যুবককে মোঃ সাদমান ইসরাক স্বাধীন (২৩) ও অজ্ঞাত এক ব্যক্তি জোর পূর্বক একটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়। এরপর তারা রফিকুলকে সারিয়াকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে তার বুকে ধারালো চাকু ধরে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয় এবং ১,১০,০০০ (এক লাক্ষ দশ হাজার) টাকা মুক্তিপণ দাবি করে। আরও বলে যদি মুক্তিপণ না দেওয়া হয় তাহলে তারা রফিকুলকে হত্যা করবে। তখন রফিকুল প্রতিবাদ করলে সাদমান ও অজ্ঞাত ওই ব্যক্তি তার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং শরীরের বিভিন্ন জায়গায় লাথি ও ঘুষি মেরে জখম করে। রফিকুলের চিৎকারে স্কুল মাঠে স্থানীয় কয়েকজন লোক আসলে সাদমান ও অজ্ঞাত ওই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এরপর আহত অবস্থায় স্থানীয়রা ভুক্তভোগী রফিকুলকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ঘটনার পর রফিকুলের নানী মোছাঃ ফাতেমা বেগম বাদী হয়ে সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি এলাকার মোঃ আনোয়ার হোসেন কনকের ছেলে মোঃ সাদমান ইসরাক স্বাধীন (২৩) ও অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে সারিয়াকান্দি থানায় এজাহার দায়ের করেন।
এ ব্যাপারে বগুড়ার সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এঘটনায় আমরা সাদমানকে গ্রেফতার করা হয়েছে এবং অপর অজ্ঞাত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।