amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৫ অক্টোবর ২০২৩

বগুড়া শেরপুরে খেলাধুলা সামগ্ৰী বিতরণ করলেন মজিবর রহমান মজনু

বগুড়া প্রতিনিধি:
অক্টোবর ২৫, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ এর উদ্যোগে খেলাধুলা সামগ্ৰী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু।

এসময় আলহাজ্ব মজিবর রহমান মজনু খেলাধুলা সামগ্ৰী বিতরণ উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব , সাপ্তাহিক তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত কুমার বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।