amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৫ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে মহাসড়কের উপর চামড়ার হাট বসানো যাবে না: ডিসি বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধি:
জুন ১৫, ২০২৩ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন ঈদুল আজহার সময় শেরপুরে মহাসড়কের উপর কোন প্রকার চামড়ার হাট বসানো যাবে না।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর শহরের ধুনট মোড় এলাকা পরিদর্শনকালে তিনি উপরোক্ত কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন গত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ব্যাপারে চামড়া ব্যবসায়ীদের নির্দেশ দেয়া হয়েছে।

ঈদুল আজহার সময় ঢাকা বগুড়া মহাসড়কের বগুড়া অংশের কোথাও যেন যানজট না হয় সেজন্য তিনি বগুড়া জেলার সীমাবাড়ী বাজার, ছোনকা বাজার, শেরপুরে ধুনট মোড়, ৯ মাইলহাট ও বনানীহাটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। মহাসড়কে ঈদের সময় যেন কোন প্রকার যানজট না হয় সেজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এছাড়া তিনি আরো বলেন মহাসড়ক সংলগ্ন হাট এলাকায় কোরবানির পশু মহাসড়কের উপর যানবাহনে উঠানো নামানো যাবে না।

এসময় বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল মোঃ সজীব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সানজিদা সুলতানা, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেষ্ঠ্য সাংবাদিক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম,শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারেকুল ইসলাম তারেকসহ সওজ এবং হাইওয়ে পুলিশের কর্মকর্তা জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।