জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে, ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক আন্ত:ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো হেলাল উদ্দিন পাটোয়ারী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক মো আবু জাফর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি মো ফয়সাল আহমেদ , জেলা ছাত্রকল্যাণের সভাপতি মো জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো বায়েজীদ বোস্তামী, সহ সভাপতি মনিরুল ইসলাম রাজন, ফয়সাল আহমেদ, জাকির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ওমর ফারুক, হাসান রুমন,রাফি, সাংগঠনিক সম্পাদক রবিন হোসেন, ফরহাদ হোসাইন, রিফাত হোসেন, আলী ইবনে রেজা, নেয়ামত উল্লাহ, ক্রিড়া সম্পাদক মাহমুদুল হাসান এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।
উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ১৩ তম আবর্তন এবং রানারআপ হয় ১৫ তম আবর্তন।
আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।