চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শরীয়তপুর জেলা শিক্ষার্থীদের সংগঠন শরীয়তপুর জেলা স্টুডেন্টস’ এসোসিয়েশন (পদ্মার) পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়েছে।
আজ রবিবার( ২৬ ই ফেব্রুয়ারী ) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে নবগঠিত কমিটির সকল সদস্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।প্রধান শিক্ষক উপদেষ্টা ও অভিভাবক কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড.আতিকুর রহমান বলেন, “শরীয়তপুর জেলা স্টুডেন্ট এসোসিয়েশন শরীয়তপুর জেলা শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। আমাদের এই স্টুডেন্ট এসোসিয়েশনের প্রত্যেকটা কাজ অত্যন্ত নিয়মতান্ত্রিক ও গনতান্ত্রিক প্রক্রিয়াতে হয়ে থাকে। তারই অংশ হিসেবে এবারের ২২-২৩ একাডেমিক বর্ষের জন্য আমাদের নতুন কমিটি যার নেতৃত্বে অনিক-জাহিদ। সম্পূর্ণ কমিটিকে আমার অন্তরের অন্তঃস্থল হতে ভালোবাসা ও শুভ কামনা। সেই সাথে তোমাদের কাছে আমার চাওয়া আমাদের এই এসোসিয়েশনকে তোমরা তোমাদের মেধা, প্রজ্ঞা এবং শ্রম দিয়ে অনেক দুর নিয়ে যাবে। সেই প্রতিষ্ঠাকাল থেকেই তোমাদের পাশে ছিলাম, আছি, থাকবো।”
ওশানোগ্রাফি বিভাগের প্রভাষক জনাব জাহিদ হাসান নাহিদ বলেন,”শরিয়তপুর জেলা স্টুডেন্টস এসোসিয়েশন (পদ্মা) এর নবগঠিত কমিটির সকল সদস্যের প্রতি অনেক অনেক শুভকামনা। আশা রাখি সংগঠনটিকে সুষ্ঠুভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে নবগঠিত কমিটির প্রত্যেকে তাদের প্রতি অর্পিত দায়িত্ব সচেষ্টভাবে পালন করবে। বিশ্ববিদ্যালয় একটি দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান; যেখানে মুক্তবুদ্ধি, শিল্প-সাহিত্য, বিজ্ঞান -গবেষণা এবং গনতন্ত্রের চর্চা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে শরিয়তপুরের প্রতিটি শিক্ষার্থী ২১০০ একরের সবুজে ঘেরা নয়নাভিরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজেকে মেলে ধরবে মেধা ও মননে, এগিয়ে যাবে সংগঠনকে সাথে নিয়ে সর্বদা একে অপরের পাশে থেকে। নবগঠিত কমিটির সকলে এই বৃহৎ বিশ্ববিদ্যালয়ের আঙিনা যেন শরিয়তপুর জেলার আরো বেশি সংখ্যক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সেই ব্যাপারে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহন করবে। এসোসিয়েশনের গৃহীত সকল কার্যক্রমে অংশগ্রহন ও সুচিন্তিত মতামত দেয়ার সুযোগ আমাকে আন্দোলিত ও আনন্দিত করবে। সকলের জন্য পুনরায় শুভকামনা।”
নবনির্বাচিত সভাপতি সৈয়দ আবদুল্লাহ অনিক বলেন, “আমাদের উপর অর্পিত দায়িত্ব যথার্থতার সাথে পালন করার জন্য সকলের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, “আপনাদের কেন্দ্র করেই আমাদের সকল কাজ আবর্তিত যার ধরুন আপনাদের সকল প্রকার কাজে আমাদের আন্তরিক সহযোগিতা থাকবে। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানাই।”
উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশিক মাহমুদ।যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরকার,মাহমুদুল হাসান জীবন,তানভীর মাহমুদ,জহিরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ,আব্দুল্লাহ মোহাম্মদ মুসা,দপ্তর সম্পাদক শাহীন মাহমুদ,উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (হাবিব)।অর্থ সম্পাদক শামীম মাহবুব। প্রচার সম্পাদক ইউসুফ হোসেন সিয়াম ,উপ-প্রচার সম্পাদক সুমন মাহমুদ। গন-যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান। নবাগত কার্যকরী কমিটির সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।