আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৯৫২ সালের এই দিনে নিজের মায়ের ভাষার জন্য জীবন দেয় এই দেশের মানুষ। শহীদ হন সালাম,রফিক,বরকত সহ আরও প্রমুখ ভাষা শহীদ। তারপর থেকে ভাষাশহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাস্বরুপ প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারী দিনটি বিশেষ সন্মান এবং শ্রদ্ধার সাথে পালিত হয়। তারই ক্রমধারায় আজও সারাদেশে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবস পালিত হয়েছে। বশেমুরমেবিও তার ব্যাতিক্রম নয়।
দিনের শুরুতে বশেমুরমেবির মাননীয় উপাচার্য রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোকে বিশ্ববিদ্যালয়ে রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য। পরে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সমাপনী অংশে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত,বাংলা ভাষার সার্বজনীন ব্যবহার এবং আমাদের দেশ ও বিশ্ববিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করা হয়।