amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে জলবায়ু পরিবর্তন -ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে সেমিনার

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
মার্চ ৬, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত। সোমবার ( ৬ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল মামুন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. এএইচএম মাহবুবুর রহমান, সমাজকর্মে গ্রাজুয়েটদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে মূল প্রবন্ধ প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির টাউন প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল হান্নান ।

সেমিনারে উপস্থাপনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক অলি উল্লাহ চৌধুরী, তাইয়্যেবা তাবাসসুম। এসময় উপস্থিত ছিলেন মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মোঃ সাদীকুর রহমান ইমন, ইইই বিভাগের চেয়ারম্যান ড. রাশেদুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ আপেল, ইমরুল কবির প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।