amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২১ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গুবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল রাজাপুর সদর ইউনিয়ন চ্যাম্পিয়ন

Link Copied!

ঝালকাঠির রাজাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় গালুয়া ইউনিয়ন একাদশকে ০-১ গোলে পরাজিত করে রাজাপুর সদর ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

মঙ্গলবার (২০জুন) বিকাল সাড়ে ৪টার দিকে রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মাঠ প্রাঙ্গনে উপস্থিত থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ট্রফি তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, উপজেলা ক্রীড়াসংস্থার সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম খান, রাজাপুর সদর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন প্রমূখ। যুবক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ আয়োজন করেন।

উল্লেখ্য গত ১০ জুন এই মাঠেই এ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়। উপজেলার ছয় ইউনিয়ন থেকে ছয়টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহন করেছিলেন বলে আয়োজন কমিটি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।